স্টাফ রিপোর্টার, গাজীপুর : শ্রেষ্ঠত্বের উল্লাস, গর্বের পথনেতৃত্ব ২০২৫ প্রতিপাদ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো প্রতিষ্ঠার ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯৮ সালে ইপসা থেকে সূচনা করা এই বিশ্ববিদ্যালয় আজ বিশ্বমানের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে গৌরবের আসনে তুলে ধরেছে। টিএইচই র‌্যাঙ্কিং ২০২৫-২৬ এ দেশসেরা অবস্থান, উরি র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১০০-এর মধ্যে ৭৭তম এবং কিউএস র‌্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান-গাকৃবির সাফল্যকে আরও উজ্জ্বল করেছে। পাশাপাশি ৯৩টি উন্নত জাত ও ২০টির বেশি প্রযুক্তি উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় গবেষণায় প্রতিষ্ঠা করেছে অবদান।

দিবসের কর্মসূচি শুরু হয় সকাল ৯টার জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও মাঠকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

৩৬ জুলাই চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন ভিসি, প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। বক্তব্যে ভিসি বলেন, গাকৃবির ২৮ বছরের অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উদ্ভাবনের নতুন মানদ- স্থাপন করতে চাই।

আলোচনার পর ‘ক্যাম্পাস মোমেন্টাম’ অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় দিবসকে পরিণত করে আরও

বর্ণিল উৎসবে।