জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে কাস্টমসের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার আহসান হাবিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক সায়েদ আলম। বিষয়টি নিশ্চিত করেছেন একই কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ১২ নভেম্বর দুদক আহসান হাবিবকে সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ দেয়। পরবর্তীতে ওই বছরের ১০ ডিসেম্বর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন, যেখানে স্থাবর সম্পদ ৯ লাখ ২৯ হাজার ৬১২ টাকা এবং অস্থাবর সম্পদ ৫০ হাজার টাকার কথা উল্লেখ করেন। কিন্তু যাচাই-বাছাইয়ে দুদক দেখতে পায়, তাঁর নামে ও দখলে মোট ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৩৯৬ টাকার সম্পদ রয়েছে।

এর মধ্যে সঞ্চয়পত্র, ব্যাংক হিসাবের এফডিআর ও নগদ অর্থসহ প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার সম্পদের তথ্য তিনি গোপন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তে জানা গেছে, সম্পদ বিবরণী জমা দেওয়ার পর আহসান হাবিবের নামে ১ কোটি টাকার সঞ্চয়পত্র, সোনালী ব্যাংকে ৩৩ লাখ টাকার এফডিআর, মেডিকেয়ার ডিপোজিট স্কিমে ৫ লাখ ৭২ হাজার টাকা এবং তাঁর মেয়ের নামে ৫ লাখ টাকার সঞ্চয়পত্র পাওয়া গেছে।