পতেঙ্গা (চট্টগ্রাম) : শ্রমিকের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব পালনে রাষ্ট্র সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি বলেন, সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে শ্রমিকদের ক্ষেত্রে তা “শুভংকরের ফাঁকি”-তে পরিণত হয়েছে। রাষ্ট্র শ্রমিকদের ন্যূনতম অধিকার নিশ্চিত করতে পারেনি, বিশেষ করে শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

সম্প্রতি পতেঙ্গা থানার উদ্যোগে শ্রমজীবী পরিবারের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান আরও বলেন, শ্রমিক পরিবারে শিক্ষার আলো পৌঁছানো না গেলে রাষ্ট্র কখনোই টেকসই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না। তাই শ্রমিকদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ পরিহার করে তাদের এ দেশের পূর্ণ নাগরিক হিসেবে সকল অধিকার ফিরিয়ে দিতে হবে। বিশেষ করে শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি সকল পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু এবং শিক্ষা ও শিক্ষা উপকরণ নিয়ে বাণিজ্য বন্ধ করার দাবি জানান।

তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অন্ধকারে রেখে কোনো জাতিই তার কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছাতে পারে না। অনুষ্ঠানে থানা সভাপতি মুহাম্মদ মঈনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি নজির হোসেন ও সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক। এতে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা একেএম শাহাবুদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।