পঞ্চগড় সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান আজ শুক্রবার পঞ্চগড় থেকে তার নির্বাচনী সফর শুরু করছেন। আজ সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় অংশগ্রহণের মাধ্যমে তিনি এই সফর শুরু করছেন।
ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমন উপলক্ষে গত বুধবার দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসেন, পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সফিউল ইসলাম সুফি, নায়েবে আমীর মাওলানা মোহাম্ম্দ মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, জামায়াতের মিডিয়া বিভাগের সেক্রেটারি শহীদ আল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাসার বসনিয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসেন বলেন, ’১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার সকালে পঞ্চগড়-১ আসনে জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সারজিস আলম ও পঞ্চগড়-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সফিউল ইসলাম সুফিরপক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমীরে জামায়াতের এই সফরে তার সাথে জামায়াতের আরো দুইজন কেন্দ্রীয় নেতা এবং জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।’
তিনি আরো জানান, ’এটি ডা. শফিকুর রহমানের পঞ্চগড়ে চতুর্থ সফর। এর আগে আওলিয়াঘাটে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মর্মান্তিক নৌকাডুবির ঘটনাকে কেন্দ্র করে তিনি দুইবার এবং গত বছর ২৬ ফেব্রুয়ারি একবার পঞ্চগড় সফর করেন। সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসেন শুক্রবার চিনিকল মাঠের জনসভায় জেলার ১০ দলীয় নির্বাচনী ঐক্য জোটসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।’
আমীরে জামায়াতের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। আর পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন চাঞ্চল্য।
এ দিকে আজ বাদজুমআ ডা. শফিকুর রহমান দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ে নির্বাচনী সফর করবেন।
ঠাকুরগাঁও সংবাদদাতা : আজ শুক্রবার ঠাকুরগাঁও সফরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এদিন দুপুরে ঠাকুরগাঁও শহরের জেলা স্কুল বড়মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্র্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন । জেলা জামায়াতের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড়মাঠে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, আগামী ২৩ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানসহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দের আগমন এক ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য বহন করবে। যা থেকে ঠাকুরগাঁও জেলাবাসী উন্নয়নের নতুন বার্তা ও দিক নির্দেশনা পাবে। এ সফরকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, যেখানে নিয়ম রয়েছে রাত ১২ টার পরে নির্বাচনী প্রচার ও প্রচারণা করতে হবে। সেখানে বিএনপি সন্ধ্যার পর থেকেই তাদের ব্যানার ফেস্টুন লাগানো শুরু করেছিলো। আমরা ইতোমধ্যে নির্বাচন কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগও করেছি।
এসময় সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, পৌর আমীর অধ্যক্ষ সামসুজ্জামান শাহ্ শামীম, সদর আমীর মাওলানা মিজানুর রহমান, জেলা প্রচার সেক্রেটারি শাহজলাল জুয়েল প্রমুখ ।