চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও আমরা কাক্সিক্ষত প্রাপ্তির স্বাদ পাইনি। মৌলিক অধিকার বারবার হরণ করে এই জাতিকে জিম্মি করে রেখেছে শাসকগোষ্ঠী। শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির মাধ্যমে দেশ লুট করা হয়েছে, আর ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে বাংলাদেশকে স্মার্ট রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন। পলাতক শেখ হাসিনা দেশ, জাতি, আলেম-ওলামার যেসব ক্ষতি করেছেন, তার বিচার এই মাটিতেই হবে। রোববার রাতে কোতোয়ালী থানা জামায়াতের মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, আল্লাহ তায়ালার বিধান ও রাসূলের (সা.) পূর্ণাঙ্গ সুন্নাহর ভিত্তিতে সাইয়েদ আবুল আ’লা মওদূদীর (রহ.) চিন্তাধারায় প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামীর যাত্রা মাত্র ৭৫ জন সদস্য নিয়ে শুরু হলেও আজ জামায়াতে ইসলামী গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মূলধারার অনুসারী এই কাফেলা কোনো ব্যক্তির একক আদর্শে নয়, বরং ইসলামের মৌলিক আদর্শে বিশ্বাসী।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী করতেই হবে এমন নয়; তবে আপনি যদি সত্যিই দেশকে ভালোবাসেন, তাহলে দেশের এই সংকট নিরসনে ঐক্য গড়ে তুলুন। তিনি সংবিধান, প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার এবং “জুলাই বিপ্লব”-এর শহীদ ও আহতদের বিচার নিশ্চিত করার পর নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের বর্তমান সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এই সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক নয়, কোনো মুসলিম রাষ্ট্রের সংবিধান নয়। এটি ভারতের হিন্দুত্ববাদী ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশনে রচিত। তাই এই সংবিধান সংশোধনের দাবি জানাচ্ছি।
কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক বলেন, ইসলামই মানবজাতির জন্য শ্রেষ্ঠ জীবনব্যবস্থা, যা আল্লাহ তায়ালা পরিপূর্ণভাবে দিয়েছেন। কিন্তু মানুষ তা ভুলে মানব রচিত আদর্শ অনুসরণ করছে, যার ফলেই জাতি আজ সংকটে। তিনি ইসলামী আইন প্রতিষ্ঠা এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর আহমদ রশিদ আমু, অধ্যাপক আব্দুজ জাহের, গণ অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউছুফ, থানা জামায়াতের সহকারী সেক্রেটারি আ.ন.ম জোবায়ের, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি হামিদুল ইসলাম, থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউস, থানা কর্মপরিষদ সদস্য এডভোকেট এহতেশামুল হক, এইচ এম এমদাদুল্লাহ, ইসলামী ছাত্রশিবির কোতোয়ালী থানা উত্তর সভাপতি মিনহাজ উদ্দিন ও দক্ষিণ সভাপতি আবরার সাঈদসহ বিভিন্ন ওয়ার্ড আমীর, রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ।