পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল মার্কেট এলাকায় ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আল আমিন ও তার ভাই আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ আগস্ট দিবাগত রাতে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে এনে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান প্রক্রিয়া শেষে রাত ১১টার দিকে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আটক আল আমিন ও আকাশ পঞ্চগড় শহরের রাজনগর নতুনবস্তি এলাকার খলিলুর রহমানের ছেলে।
গ্রাম-গঞ্জ-শহর
পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জয় হত্যার প্রধান আসামী গ্রেফতার
পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল মার্কেট এলাকায় ছাত্রদল কর্মী জাবেদ