যশোরে মোটরসাইকেলের ধাক্কায় হারুন (৪৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হারুন নতুনহাট বড় মেঘলা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী অর্পণ (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি কৃষ্ণবাটি এলাকার টোকন ড্রাইভারের ছেলে ও পুলেরহাটে লিলিয়ান ওষুধ কোম্পানির কর্মচারী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে, নতুনহাট শাহজাহানের ইটভাটার সামনে।

স্থানীয় সূত্র জানায়, নিহত হারুন দীর্ঘদিন ধরে ঝিকরগাছার একটি হোটেলে কাজ করতেন। সেদিন রাত সাড়ে ১১টার দিকে তিনি কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ইটভাটার সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অর্পণের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।

আরও জানা যায়, ওই রাতে অর্পণের বাড়িতে আসা এক আত্মীয় মোটরসাইকেল নিয়ে আসেন। সেই মোটরসাইকেল নিয়েই তিনি ঝিকরগাছায় যান এবং ফেরার পথে বেপরোয়া গতিতে চালানোর সময় দুর্ঘটনার শিকার হন।

যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসনাত জানান, হাসপাতাল থেকে একজন নিহতের খবর পাওয়া গেছে। তবে আহতের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে ।