মানবতার কল্যাণে ও গণমানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাব একথা বলেছেন, পাবনা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
তিনি গত বুধবার সন্ধ্যায় দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসে পাবনা-৫ আসনের নির্বাচনী প্রধান অফিস উদ্বোধনকালে একথা বলেন। পাবনা-৫ নির্বাচনী আসনের পরিচালক ও পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক এ এস এম আব্দুল্লাহর সভাপতিত্বে পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের প্রধান অফিস উদ্বোধন করেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন।
পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আব্দুস সুবহান সাহেবের ছেলে আলহাজ্ব আমিনুল ইসলাম পান্না, পাবনা পৌর জামায়াতের আমীরর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, পাবনা জেলা আইনজীবী সমিতির সম্পাদক সুলতান মাহমুদ খান এশিয়া, অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি গোলাম রহমান, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্তাজ আলী , পাবনা জেলা জামায়াতের শূরা সদস্য ও পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আহম্মেদ, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর খন্দকার মাওলানা জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম হেলাল বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ( কাতার), আব্দুল ওহাব।
প্রধান অতিথি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, আমরা সর্বসময় সমাজের সুখে দুখে জনসাধারণের সাথে থেকে কাজ করেছি। তিনি বলেন আমাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে দল থেকে,, আমরা সবাই দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করছি মাত্র। জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকার কারণেই আজ দেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন যারা ভোট ডাকাতির স্বপ্ন দেখছেন তাদের সে স্বপ্ন আর বাস্তবায়িত করতে দেওয়া হবে না। দেশের মানুষ এবার অধিকতর সচেতন, ভোট ডাকাতি কিভাবে প্রতিহত করতে হয় তাএবার জনগণ শিখে গেছে। তিনি আরো বলেন প্রশাসনই এবার ভোট ডাকাতি প্রতিহত করতে সক্রিয় ভূমিকা পালন করবে।