ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদী থেকে আবারও অবৈধভাবে বালু উত্তোলনের চলছে ব্যাপক প্রস্তুতি। ঈদের ছুটিতে বালু লুটপাটের পরিকল্পনায় ব্যস্ত একটি চক্র। টের পেয়ে নদীর পাড়ের বসতিদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ। নদীর গতিপথ পরিবর্তন আতঙ্কে আতঙ্কিত উপজেলাবাসী। উপজেলা প্রশাসনের পর পর অভিযানে দু’চারদিন বালু উত্তোলন বন্ধ থাকলেও গত তিনদিন যাবৎ আবারও বিভিন্ন পয়েন্ট দিয়ে দেদারসে উত্তোলন করা হচ্ছে বালু। নির্মাণ করা হচ্ছে ড্রেজার স্থাপনা। প্রশাসনিক কর্মকর্তারা ঈদের ছুটিতে থাকার সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়ে বালু উত্তোলন করতে ইতিমধ্যেই দূর থেকে আনা হয়েছে দক্ষ শ্রমিক। উত্তোলনকারীদের এসব কার্যক্রমে উদ্বিগ্ন স্থানীয় জনতা। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া, রায়পুর, কালিকাবাড়ি ঘাট, কামাখ্যা মন্দিরের উত্তর ও পূর্ব পার্শ্ব দিয়ে রাতের আঁধারে অবাধেই চলছে অবৈধ ড্রেজার ও নৌকা। অতিরিক্ত বালু উত্তোলনের ফলে পানির স্রোত ও নদীর গতিপথ পরিবর্তন করতে পারে এবং নাব্যতা হারিয়ে জলের প্রবাহ বাধাগ্রস্থ হয়ে জল সম্পদের ওপর বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা করছে কলসিন্দুর কলেজের অধ্যাপক রুকুনুজ্জামান রুবেল, ঘোষগাঁও সদর ইউপি সদস্য সিদ্দিকুর রহমানসহ সচেতন মহল। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বলেন, বালু উত্তোলনের ফলে আগামী বর্ষায় প্লাবিত হতে পারে ধোবাউড়াসহ পার্শ্ববর্তী অন্যান্য উপজেলাগুলোও। কৃষিজমি বিনষ্ট হয়ে চরমভাবে ব্যাহত হতে পারে মানুষের জীবনযাত্রা। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, গতবছর বেড়িবাঁধ ভেঙে যে আলোচিত বন্যার সৃষ্টি হয়েছিল, এবছর তা আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ভয়ংকর বন্যার হতে পারে। তাই নদীর পাড়ের বাড়িঘর ও সোনালী ফসল রক্ষার্থে একমাত্র প্রশাসনই পারে তা শক্ত হাতে প্রতিহত করতে। এছাড়াও নদীর পাড়ের মানুষেরা আহাজারি করে বলছে, বালু উত্তোলনকারী কিছু সংখ্যক মানুষের অবৈধ স্বার্থ হাসিলের জন্য আমরা আমাদের ভিটে মাটি হারিয়ে স্ত্রীসন্তানদের নিয়ে অন্যত্র বসবাস করতে চাই না।
গ্রাম-গঞ্জ-শহর
নেতাই নদীতে ফের বালু উত্তোলন নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদী থেকে আবারও অবৈধভাবে বালু উত্তোলনের চলছে ব্যাপক প্রস্তুতি। ঈদের ছুটিতে বালু লুটপাটের পরিকল্পনায় ব্যস্ত একটি চক্র। টের পেয়ে নদীর পাড়ের বসতিদের মধ্যে সৃষ্টি হয়েছে উদ্বেগ।
Printed Edition
