বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেন, জামায়াত একটি গণতান্ত্রিক নিয়ম তান্ত্রিক আদর্শবাদী দল। জামায়াতে ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের জন্য কাজ করে যাচ্ছে। কিছু দল দেশে থেকে এবং দেশের বাইরে বসে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছে। এসব দেশ এবং ইসলামবিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে।

তিনি আরো বলেন,বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়েছে, জুলুম এখনও পালায় নাই। দেশের মানুষের উপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হতে পরে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হতে হবে, তার আগে কোন নির্বাচন হবে না।তিনি অবিলম্ভে জামায়াতের সহকারী সেক্রেটারী এটিএম আজহারের মুক্তির দাবী জানান।

বুধবার ( ১৯ মার্চ ) সকাল ১১ টায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত জেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোঃ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে , জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে সরকারি সেক্রেটারি মু. মাহফুজুর রহমান।

দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, মাওলানা ইব্রাহিম, মাওলানা কামাল উদ্দিন জাফরী, মোঃ সারোয়ার কামাল মজুমদার প্রমুখ।