বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে একটি ইনসাফভিত্তিক, দক্ষ এবং মানবিক সমাজব্যাবস্থা ও আদর্শিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই হবে জামায়াতের প্রথম কাজ।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও তালতলা সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় ও সরকারি সংগীত কলেজে শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময়ের সময় মোবারক হোসাইন আরো বলেন, শিক্ষক সমাজকে মর্যাদা না দিলে কোন জাতিই উন্নত হতে পারে না। আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষকদের সামাজিক মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে যুগোপযোগী নীতি গ্রহণ এর পাশাপাশি শিক্ষকদের চাকরি জাতীয়করণ নিয়ে কাজ করবো। শিক্ষকরা যাতে বাড়ি ভাড়া, বেতনবৈষম্য বা স্বাস্থ্য ও চিকিৎসা খাতে সুযোগ-সুবিধার জন্য আন্দোলনে নামতে বাধ্য না হন সেই ব্যবস্থা রাষ্ট্র নিজ দায়িত্বে করবে। আমরা সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের কাছে যাবো, শিক্ষকদের আন্দোলনে যেতে হবে না।

তিনি বলেন, শিক্ষকরা এসময় প্রতিষ্ঠানগুলোর চলমান চ্যালেঞ্জ, অবকাঠামোগত ঘাটতি, শিক্ষক সংকট, ছাত্র-ছাত্রীদের মানসিক চাপ কমানোর উদ্যোগ এবং পাঠ্যবইয়ের সামঞ্জস্যতা নিয়ে বিভিন্ন মতামত পেশ করেন। তারা একটি স্থায়ী ও টেকসই শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকদের জন্য আবাসন-ভাতা, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।

পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক ডা. মোঃ শফিউর রহমান, সদস্য সচিব ও শেরেবাংলা নগর থানা উত্তর আমীর আব্দুল আউয়াল আজম, মোহাম্মদপুর জোনের টিম সদস্য আজহার মুন্সি, শেরেবাংলা নগর থানার নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুণ, থানা ওলামা বিভাগের সভাপতি ও কর্মপরিষদ সদস্য এস. এম. সাইফুল ইসলাম সহ স্থানীয় আরও নেতৃবৃন্দ ও সক্রিয় কর্মীরা।

পরিদর্শনের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে শিক্ষক-প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।