লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর শহরের উত্তর ষ্ট্রেশন আল মুঈন ইসলামী একাডেমী নামক একটি মাদরাসায় নির্যাতনের পর সানিম হোসেন (৭) এক শিশুর নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী মাহামুদুর রহমান (৩০) কে ৩ দিনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে বিচারক আবু সুফিয়ান তা মঞ্জুর করে। বাদীপক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এ দিকে আদালতে প্রধান আসামী মাহামুদুর রহমান কে হাজির করা হলে বিচারকে সামনে কান্নায় ভেঙ্গে পড়েন নিহত শিশুর মাতা জয়নবী বেগম ও পিতা হুমায়ুন কবির।

গত ১৩ মে বিকেলে লক্ষ্মীপুর শহরের আল মুঈন ইসলামী একাডেমী টয়লেট থেকে ৭ বছরের শিশু সানিমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সানিম জেলার রায়পুর উপজেলার ২নং চর বংশী ইউনিয়নের ৭নং ওয়ার্ড হুমায়ুন মাতাবরের পুত্র। খবর পেয়ে পুলিশ গিয়ে নির্যাতনের ঘটনায় শিক্ষক মাওলানা মাহামুদুর রহমানকে আটক করে শিশুর মরদেহ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা হুমায়ন কবিরসহ ৩ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে হাফেহ মাহমুদুর রহমানসহ ৩ জনকে আসামী করা।