নগরীর বায়েজিদ এলাকায় বায়েজিদ-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানার পাশে একটি কালভার্ট ধসে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এই কালভার্ট ধসে পড়ে যায়। খবর পেয়ে দুপুর ২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। নগর সেক্রেটারির নেতৃত্বে পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ এবং নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বায়েজিদ থানা সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, থানা এসিসটেন্ট সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল মনছুর, জামায়াত নেতা আলমগীর হোসেন ও জামায়াত নেতা নুরুল হুদা প্রমুখ।

এসময় জামায়াত নেতৃবৃন্দ এই আকস্মিক দুর্ঘটনায় কোন জানমালের ক্ষতি না হওয়ায় মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন।

নেতৃত্ব বলেন, অবিলম্বে ক্ষতিগ্রস্ত কালভার্ট পুনর্নির্মাণ ও যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং দুর্ঘটনার কারণ নির্ণয় করার জন্য সংশ্লিষ্ট প্রসাশনের প্রতি জোর দাবি জানান।