মোহাম্মদ নুরুজ্জামান, রংপুর অফিস : রংপুর অঞ্চলে অন্যান্য ফসলের সাথে তামাক চাষ এখন কৌশলে বৃদ্ধি পাচ্ছে।

কোন ভাবেই চাষিদের তামাক চাষে বিমুখ করা যাচ্ছে না। বরং প্রতিনিয়ত নতুন এলাকায় তামাক চাষ বেড়েই চলছে। তবে কৌশলে জেলা কৃষি সম্প্রসারন অফিস প্রতি বছর 'সংখ্যায় কম' দেখিয়ে ঢাকা অফিসকে রির্পোট দিচ্ছে। যা বাস্তবতার সঙ্গে কোন মিল নেই।

রংপুর জেলা কৃষি অফিসের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ রবি মৌসুমে জেলায় তামাক চাষ হয়েছে ১ হাজার ৭৫ হেক্টর জমিতে। অথচ উপজেলা কৃষি অফিস থেকে পাওয়া তথ্য বলছে, জেলায় তামাক চাষ হয়েছে ৩ হাজার ৬৩৬ হেক্টর জমিতে। এক বছরেই তামাক চাষ বেড়েছে দুইগুন। জেলা কৃষি অফিস থেকে ঢাকায় প্রধান কার্যালয়ে প্রেরত তথ্য অনুযায়ী, জেলায় ২০২৩-২৪ রবি মৌসুমে তামাক চাষ হয়েছে ১ হাজার ৭৫ হেক্টর, ২০২৩ সালে ১ হাজার ৮৫৫ হেক্টর জমিতে, ২০২২ সালে ১ হাজার ৮৮৫ হেক্টরে, ২০২১ সালে ১ হাজার ৯২৫ হেক্টরে এবং ২০২০ সালে ২ হাজার ৩৮০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। প্রতি রবি মৌসুমে সংখ্যায় কম দেখিয়ে ঢাকায় তথ্য পাঠানো হচ্ছে।

রংপুর জেলা কৃষি অফিসে দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ রবি মৌসুমে রংপুর মহানগর এলাকায় তামাক চাষ হয়েছে ১০ হেক্টর জমিতে। অথচ মেট্রোপলিন কৃষি অফিসের তথ্য অনুযায়ী, কেবল সিটি কর্পোরেশন এলাকায় তামাক চাষ হয়েছে ২০ হেক্টরে। মাঠপর্যায়ের এই তথ্যের সঙ্গে কোন মিল নেই বাস্তবতার। রংপুরের বিভিন্ন উপজেলায় দিগন্ত জুড়ে রয়েছে তামাকের চাষ। সদর উপজেলায় ৩৪৫ হেক্টরের কথা বলা হলেও বাস্তবে তিনগুণের বেশী আমাক চাষ হয়েছে কেবল সদর উপজেলাতে।

সদর কৃষি অফিস বলছে, ৯৫০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। বদরগঞ্জ উপজেলায় ১৫ হেক্টরের দাবী করা হলে এবার চাষ হয়েছে ৫১ হেক্টর জমিতে। এই উপজেলায় ২০২১-২২ রবি মৌসুমে ২০ হেক্টর, ২০২২-২৩ অর্থ বছরে ২৫ হেক্টর। ভয়াবহ অবস্থা তারাগঞ্জ উপজেলাতেও। জেলা অফিসের তথ্য অনুযায়ী এই উপজেলা ৯৬০ হেক্টর তামাক চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিস বলছে, তামাক চাষ হয়েছে ১ হাজার ৯৯৫ হেক্টর জমিতে। ২০২৩ সালে ৮০০ এবং ২০২২ সালে ৭৬৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। গংগাচড়া উপজেলায় ৫১০ হেক্টর জমিতে তামাক চাষ হলেও এবছর ৬০০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দেউলপাড়া ও হরিপুর গ্রামের বালার পাথারে বির্স্তীন ফসলী জমিতে তামাক চাষ হয়েছে । তামাক চাষী খয়রুজ্জামান, কুদ্দুস মিয়া, বাচ্চা মিয়া জানান, বিভিন্ন সিগারট কম্পোনির পক্ষ্য থেকে গত কয়েক বছর থেকে প্রতি কেজি তামাক ১৭৫ দরে ক্রয় করছে । তারা সার কিটনাষক এবং অগ্রীম টাকাও দিচ্ছ তামাক চাষীদের ।

মিঠাপুকুর উপজেলায় তামাক চাষ হয়েছে ২০ হেক্টর জমিতে। জেলা কৃষি বিভাগের দেয়া তথ্যের সাথে এর কোন মিল নেই। জেলার বিভিন্ন উপজেলার বিস্তর্ণ ফসলি জমিতে তামাক চাষ করেছেন কৃষক। রবি মৌসুমের ফসল হিসেবে এই এলাকায় আলুচাষ হলেও তামাক চাষে এর কোন প্রভাব পড়েনি। চাষিদের ব্যস্ত সময় কাটছে তামাকের ক্ষেতে সেচ প্রদান, গাতা সংগ্রহ ও শুকানোর কাজে। রংপুর সিটি কর্রপোরেশনের ১, ২ ও ৩ নং ওয়ার্ড, গঙ্গাচড়া উপজেলার তিস্তার চর ছাড়াও রংপুর সদর উপজেলার পাগলাপীর, মমিনপুর, তারাগঞ্জের শলেয়া শাহ এলাকার বিভিন্ন এলাকার বিস্তীর্ণ ফসলের ক্ষেত সবুজে ছেয়ে গেছে। চাষিরা জানান, তামাক চাষে উৎসাহিত করতে কৃষকদের সার, বীজ, কীটনাশক সহ সুদমুক্ত ঋণ সুবিধা দিচ্ছে তামাক কোম্পানি গুলো। এ বছর তামাকের দাম বাড়বে এমন গুজব কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে। ফলে অনেকই তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন। রংপুর সদর উপজেলার মমিনপুর এলাকার কৃষক মফিজুল ইসলাম বলেন, ১ বিঘা জমিতে ৭-৮ মণ তামাক উৎপন্ন হয়। এতে খরচ হয় ১৫-১৬ হাজার টাকা। গত বছর প্রতিমণ তামাক সাড়ে ৫ হাজার টাকা দরে বিক্রি করেছি। এ বছর তামাকের দাম আরও বাড়বে এমন আশ্বাসও পাওয়া গেছে।

রংপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জানান, তামাক চাষ যেন কৃষকরা কমিয়ে আনেন সেজন্য আমরা কাজ করছি। গত ৫ বছরে ধীরে ধীরে তামাক চাষ কমছে। তামাক চাষ শূন্যের কোঠায় আনতে চাই। কৃষি বিভাগের দেয়া তথ্য সঠিক কীনা জানতে চাইলে তিনি বলেন, উপজেলা থেকে পাঠানো তথ্য অনুযায়ী আমাদের তথ্য ঠিক আছে। উপজেলার তথ্যের সঙ্গে কৃষি বিবাগের তথ্যের মিল নেই বিষয়টি নজরে আনলে তিনি বলেন, তাহলে নতুন করে পরিসংখ্যান করা হবে।