সিরাজগঞ্জ সংবাদাতা : যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক নির্যাতন ও অপহরণের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী ও ভাতহারিয়া গ্রামের সাতজনের বিরুদ্ধে

মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ শিল্পি খাতুন (৩১) মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ থানায় লিখিত এজাহারটি দাখিল করেন।

ভুক্তভোগী জানান, প্রায় ১৬ বছর পূর্বে তার বিয়ে হয় ১নং আসামী মোঃ সোহেল (৩৫)-এর সঙ্গে। বিবাহিত জীবনে সানজিদা খাতুন (১৪) ও হোসাইন (৯) নামে তাদের দুটি সন্তান রয়েছে। বেশ কিছু দিন যাবত স্বামীসহ পরিবারের সদস্যরা যৌতুক হিসেবে দুই লক্ষ টাকা দাবি করে আসছিলেন গৃহবধু শিল্পীর কাছে। তিনি এতে অসম্মতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।

এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১২ এপ্রিল সকাল ১১টার দিকে ১নং আসামী মোঃ সোহেল সহ অপর আসামি মোঃ হাবি (২৭), মোঃ সুলতান (৪০), মোহাম্মদ (২৫), হাসিনা খাতুন (৫৮), ও মোঃ সাইদুল (৫০) একযোগে লাঠি ও কাঠের বাটাম দিয়ে বধড়ক পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।

পরবর্তীতে ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে তারা তাকে ঘর থেকে অপহরণ করে সিরাজগঞ্জ পৌরসভার গোশালা রেলগেট এলাকায় এক বাসায় নিয়ে আটকে রাখে। পরে ২২ এপ্রিল দুপুরে পুলিশের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে তার আত্মীয়স্বজন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।