চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর কুমারীদহ পাড়ার মাটির রাস্তা মেরামতের শুভ উদ্বোধন ও গণসংযোগ কালে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন বলেছেন, আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, টোল দিচ্ছি রাক্ষস মার্কা জনপ্রতিনিধিরা সব খেয়ে ফেলছে। আমরা ঐ সব রাক্ষস মার্কা জনপ্রতিনিধি থেকে বাঁচতে চাই। গত সোমবার (২৫ আগস্ট) বেলা ৫টায় জামায়াতে ইসলামীর নিজস্ব অর্থায়নে হাউলি ইউনিয়নের জয়রামপুর গ্রামের কুমারীদাহ পাড়ার মাটির রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন ও গণসংযোগ কালে প্রধান অতিথির বক্তব্যে জনাব রুহুল আমিন উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, আপনারা এমন প্রতিনিধিকে এবার নির্বাচিত করবেন যারা দেশের কথা জনগনের কথা ভাববে। আমরা ক্ষমতায় না থাকলেও সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। ক্ষমতায় গেলে ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেব। এরপর তিনি দামুড়হুদা সদর ইউনিয়নের ফকিরপাড়া, উজিরপুর কোষাঘাটা, পুড়াপাড়া, দামড়হুদার পুরাতন বাজার, খাঁনপাড়াও কেশবপুর গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, উপজেলা সেক্রেটারী আবেদ-উদ-দৌলা টিটন, উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, হাউলী ইউনিয়ন ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আজগর আলী সজলসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ, সভাপতিত্ব করেন হাউলি ইউনিয়ন আমীর ওবায়দুল হক।