জুলাই সনদের আইনি ভিত্তি, মৌলিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দ্রুত জাতীয় নির্বাচন, প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়। ঢাকা মহানগর আমির প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে ও মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির আল্লামা আবদুল মাজেদ আতহারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
সমাবেশে বক্তারা বলে, শত শত শহিদের রক্তস্নাত বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে তামাশা করলে আরেকটি গণবিপ্লব সংঘটিত হবে। জুলাই এবং শাপলার সৈনিকরা ঘরে ফিরে যায়নি। একটা নতুন বাংলাদেশ নির্মাণ না করে আমাদের এই বিপ্লবের মিশন শেষ হবে না।
সমাবেশে ব্ক্তারা অনতিবিলম্বে ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করে জুলাই শহিদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহ মুদী, সহকারী অর্থ সচিব আনওয়ারুল কবীর, মুফতি ওয়াহিদুজ্জামান ফরিদপুরী, মাওলানা এহতেশামুল হক সাখী, আতিকুর রহমান সিদ্দিক, ছাত্র সমাজের সভাপতি বি এম আমীর জেহাদি, মহানগর নেতা মাও. জহিরুল ইসলাম এমদাদ সাকী।