সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে অচেতন করে নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর আত্মীয় আঙ্গুর মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফলগাছা গ্রামের মাদ্রাসাপাড়া এলাকার মৃত খিজির উদ্দিনের বাড়িতে। অভিযোগে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী বর্তমানে দুবাই ও ভাই মালয়েশিয়ায় প্রবাসে রয়েছেন। তিনি তার মায়ের সঙ্গে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরিবারটিতে পুরুষ সদস্য না থাকায় গৃহবধূ প্রায়ই নিরাপত্তাহীনতায় ভুগতেন।

সম্প্রতি খাবার শেষে তিনি এক গ্লাস গাভীর দুধ পান করে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এর আগে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে দুধে অচেতনকারী ওষুধ মিশিয়ে রাখে। পরদিন ২৭ জুলাই সকাল ৮টার দিকে জনৈক ফুলু মিয়া ঘরের কাজে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। তখন তিনি গৃহবধূকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘরের আলমারি, সুকেস, ড্রয়ার ও লোকার খোলা ও তছনছ অবস্থায় ছিল। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং দ্রুত একটি গ্রাম্য চিকিৎসক ডেকে আনা হয়। চিকিৎসক মো. মাইদুল ইসলাম গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দেন। সচেতন হওয়ার পর গৃহবধূ জানান, চোরেরা ঘর থেকে তার শ্বাশুড়ীর রাখা ২০ হাজার টাকা, প্রবাসী ভাইয়ের পাঠানো ৫০ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং আলমারিতে রাখা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, 'এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'