সিরাজগঞ্জের রায়গঞ্জে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন উপজেলা ইটভাটা মালিক সমিতি ও ভাটা শ্রমিকরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুকারী মালিক সমিতির ব্যানারে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইট ভাটা মালিক সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন আকন্দ, সভাপতি আবু হানিফ খান প্রমুখ।