কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমারখালী পৌর শাখার উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ইয়াদ আল মাহমুদ। পৌর শাখা সভাপতি মো: সোহান হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী কুমারখালী পৌর শাখার সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কুমারখালী পৌর শাখার সাবেক সভাপতি শাহাদত হোসাইন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিতি ছিলেন।
অত্র আয়োজনের ব্যাপারে শিবির নেতৃবৃন্দ জানান, এই প্রতিযোগীতা শিক্ষার্থীদের মাঝে রাসূল (সা.)-এর জীবনী সম্পর্কে গভীর আগ্রহ ও অনুপ্রেরণা জাগ্রত করবে, যা তাদের নৈতিক ও আদর্শিক জীবনের গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।