নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর এলাকায় রাতের আধারে ১৫ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ১৭৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। বর্তমানে ওই চাল নান্দাইল মডেল থানার হেফাজতে আছে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোয়াজেম্মপুর ইউনিয়নের কালিয়াপড়া বাজার থেকে কানুরামপুর আসার পথে দত্তপুর এলাকায় গাড়ী সহ ১৭৮ বস্তা চাল আটক করে স্থানীয় ছাত্র-জনতা। পরে খবর পেয়ে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি) ফয়জুর রহমান বিশেষ ক্ষমতা আইনে ওই চাল জব্দ করে থানায় নিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারা জানায়, ওই এলাকার খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার রিপন মিয়ার দোকানের পাশেই কুতুবপুর গ্রামের চাল ব্যবসায়ী গোলাম মোস্তফা ১৭৮ বস্তা চাল ক্রয় করে তা অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন। ওই চাল রাতের আধারে গাড়ী করে অন্যত্র পাচার করার সময় ছাত্র-জনতার হাতে আটক হয় এবং উপজেলা প্রশাসন খবর পেয়ে তা জব্দ করে।