বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইনসাফের বাংলাদেশ গড়ার সংগ্রামের প্রতিক শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিরা এখনো গ্রেফতার না হওয়া এবং পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের আদলে পরিকল্পিত সন্ত্রাস সৃষ্টি করে হত্যাকা-কে ধামাচাপা দেয়ার অপতৎপরতায় মানুষ উদ্বিগ্ন। অবিলম্বে শহীদ হাদির খুনিদের বিচারের আওতায় আনতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

গত শনিবার চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে উক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

প্রধান অতিথি বলেন, যেভাবে নতুন নতুন ইস্যুর জন্ম দিয়ে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাতে ২০০৮ সালের আদলে ডিজিটাল কারচুপির নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই, ভোট গণনা কক্ষসহ নির্বাচনী কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি বলেন, নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত করতে জনগণকে উদ্বুদ্ধ করতে সরকারসহ সকল রাজনৈতিক দলকে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শহীদ হাদীর ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি বলেন, একটি ইনসাফ ভিত্তিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ, দক্ষ ও খোদাভীরু নেতৃত্ব প্রয়োজন। ব্যক্তিগত জীবনের পরিশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা অর্জনের পাশাপাশি দায়িত্বশীলগণকে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে আর্তমানবতার সেবা এবং চারিত্রিক শ্রেষ্ঠত্বই হবে নতুন বাংলাদেশ বিনির্মানের মূল শক্তি। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় এর কোন বিকল্প নেই। এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছের, চান্দগাঁও থানা নায়েবে আমীর, অধ্যাপক জসিম উদ্দিন, থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ওমর গণি ও আজাদ চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের জরুরী

কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধ, জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর খুনীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জানান তিনি।

গতকাল রোববার সকালে বিআইএ অফিসে জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত জরুরী কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী মুহাম্মদ ইসহাক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, মাওলানা আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম সহ প্রমুখ নেতৃবৃন্দ।