নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ রোববার বাদ আসর বন্দরের একরামপুর বড় জামে মসজিদ থেকে গণসংযোগ করেন। এই গণসংযোগটি বন্দরের উইলসন রোড, স্বল্পের চক, কদম রসুল কলেজ মাঠপাড়া এবং কদম রসুল এলাকায় এসে গণসংযোগটি শেষ হয়।

গণসংযোগে মাওলানা মইনুদ্দিন আহমাদ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ভালো থাকতে চাই, এদেশের মানুষ ভালো থাকতে চায়। আমাদের ভালো থাকতে হলে ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে।’ তিনি বলেন, আল্লাহর আইন কায়েম করতে হলে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় হলে, কোরআনের বিজয় হলে যত রাস্তা ঘাট আছে, সংস্কার হবে।উন্নয়নের জন্য যত টাকা বরাদ্দ হবে, প্রত্যেকটি টাকা হিসাব করে খরচ করা হবে, ইনশাআল্লাহ।

গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মজলিসে সূরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, বন্দর উত্তর থানা আমীর মাওলানা আতিকুর রহমান, সেক্রেটারি মো. জহুরুল ইসলাম, ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বশির আহমেদ, থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম, ২৭ নং কাউন্সিলর প্রার্থী মহিউদ্দিন মিয়া সহ স্থানীয় শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণে জামায়াতে ইসলামী মহিলা ইউনিট সভাপতি ও সেক্রেটারিগণের শিক্ষা বৈঠক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মতলব দক্ষিণ পৌরসভার আদর্শ স্কুলে এ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন।

তিনি বলেন, ‘সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষিত, নৈতিক ও সচেতন নারীদের ভূমিকা অনস্বীকার্য। ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আমাদের নারী সমাজকে নিজেদের ভূমিকা আরও দৃঢ়ভাবে পালন করতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশিদ পাটোয়ারী, চাঁদপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ইমা, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য কুলসুমা আক্তার, ডা. রাশেদা আক্তার কাকুলি, মানছুরা আক্তার, এবং মতলব পৌর জামায়াতে ইসলামী আমীর জসিম উদ্দিন প্রধান। সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহানারা বেগম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মতলব দক্ষিণ পৌরসভা মহিলা বিভাগের সেক্রেটারি

আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বড়দলে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বড়দল ইউনিয়ন জামায়াত এ কর্মশালার আয়োজন করে। ইউনিয়ন আমীর মাওঃ আঃ ওয়াজেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মোরতাজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,উপজেলা পেশাজী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম,বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল গফুর সানা, যুব বিভাগের সভাপতি মো. ওমর আলীসহ ইউনিয়নের ৮টি ভোট কেন্দ্রের দায়িত্বশীলগণ। কর্মশালায় বক্তারা বলেন-বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তরিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। এজন্য সবাইকে সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে কাজ করতে হবে। মাঠে-ময়দানে,হাট-বাজারে দাঁড়িপাল্লা পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে।

মাধবদী (নরসিংদী) : নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া গণসংযোগ ও পথসভা করেছেন। গণসংযোগে শিলমান্দী ইউনিয়নের সাধারণ জনগনের সাথে যোগাযোগ করেন এবং তাদের দুর্ভোগের কথা শুনেন। এসময় গণসংযোগ করে একটি পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী সদর আসনের দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভুইয়া, এসময় তার সাথে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও কর্মী সহযোগীরা উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে এলাকার হাট মাঠ রাস্তাঘাট প্রাণবন্ত হয়ে ওঠে। জমজমাট প্রচারণায় মুখরিত হয় চারপাশ। সর্বস্তরের জনগণের উচ্ছ্বাস ও আন্তরিক সমর্থন ছিল ব্যাপকভাবে। গণসংযোগের এসময় সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন। তারা বলেন এবার আমরা জামায়াতকেই ভোট দেব।

রায়পুরা (নরসিংদী) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামির রাজনৈতিক মাঠে প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নরসিংদী -৫ (রায়পুরা) সংসদ সদস্য পদপ্রার্থীর নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা অডিটোরিয়াম থেকে সকাল ৮টায় ৫ শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে মোটর শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা, হাট ও বাজার প্রদক্ষিণ করে । এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর রায়পুরা সদর আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম। এ সময় তার সাথে ছিলেন, নরসিংদী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, মাওলানা ওয়ালিউল্লাহ, নরসিংদী পৌরসভা আমীর আজিজুর রহমান, রায়পুরা পশ্চিম থানা শাখার আমীর অধ্যাপক আদিল ভূঞা, রায়পুরা সদর থানার সেক্রেটারি ইসমাইল হোসেন সহ স্হানীয় জামায়াত নেতৃবৃন্দ।

ইসলামপুর (জামালপুর)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-০২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা ছামিউল হক ফারুকী গতকাল শুক্রবার ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

তিনি বলেন, ইসলামী আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির লক্ষ্য। নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষা-স্বাস্থ্য ও কৃষির উন্নয়ন তার অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

গণসংযোগে উপজেলা আমীর রাশেদুজ্জামান, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাটহাজারী : চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মনোনীত করায় হাটহাজারীর কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে ফতেপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি ফতেপুর ইউনিয়নের জোবরায় এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান তালিবের সভাপতিত্বে ও মাহতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী একজন সৎ, ন্যায় পরায়ন ও উচ্চ শিক্ষিত ব্যক্তি। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-৫ সংসদীয় আসন হাটহাজারী এবং বায়েজিদ আাংশিক এলাকা থেকে এ যোগ্য রাজনীতিবিদকে দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা করেছে। তাই হাটহাজারীর সর্বস্তরের জনগনের পাশাপাশি ফতেপুরবাসি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জন্য আহবান জানাচ্ছি।’

সংবর্ধিত অতিথি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী ফতেপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি হাটহাজারী উপজেলায় ন্যায়,ইনসাফ, আদর্শ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সহযোগিতা করলে আগামীর হাটহাজারী হবে আমাদের গৌরবের মডেল হাটহাজারী। যেখানে শতভাগ মানুষ শিক্ষিত থাকবে কিন্তু কেউ বেকার থাকবে না,অবহেলিত কোন নারীর অসহায়ত্ব থাকবে না।’

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।