শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ারে গ্রাম্য কাইজায় নির্বিচারে শর্টগান দিয়ে গুলিবর্ষণকারী এরশাদ শিকদার খ্যাত আফতাফ সরকারকে আটকের দাবী জানিয়ে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। সোমবার দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের খেলার মাঠ এলাকায় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েকশো নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে মিল্কভিটার সাবেক পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম নকির, বিএনপি নেতা আব্দুল আওয়াল, আলমাস আলী খান, আলহাজ্ব কোরবান আলী, আজিম প্রামাণিক, মোছাঃ আঞ্জুয়ারা খাতুন, আজমিরা খাতুন এবং লতা পারভিন বলেন, বাঘাবাড়ি বন্দর এলাকার এরশাদ শিকদার খ্যাত বন্দুক বাহিনীর প্রধান আওয়ামী লীগের সন্ত্রাসী আফতাব সরকার দীর্ঘদিন ধরে নিজস্ব বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এখান থেকে নিয়মিত বিভিন্ন এলাকায় অস্ত্র পাচার করে থাকে। এলাকায় ত্রাস সৃষ্টি করতে মাঝে মাঝেই আগ্নেয়াস্ত্র বের করে মহরা দিয়ে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ায়। মূলত এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি বাঘাবাড়ি পোর্ট, বালুমহলসহ তেলের ব্যাবসা নিয়ন্ত্রণে রাখতেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। আফতাব সরকার ও তার বন্দুক বাহিনীর এমন ভয়ংকর কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ঠ। গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর গ্রাম্য কাইজা লাগিয়ে গ্রামবাসীর উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। আফতাব সরকারের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করে অবিলম্বে বন্দুক বাহিনীকে আইনের আওতায় আনার দাবী জানান।
এ বিষয়ে কথা হলে অভিযুক্ত আফতাব সরকার জানান, তার অস্ত্রের লাইসেন্স আছে। এসব বিষয় দেখার জন্য আইন বিভাগ আছে তারা দেখবে।এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ইতোমধ্যেই অস্ত্র জমা দিয়ে গেছেন আফতাব সরকার। তাছাড়া কেউ কোন মামলাও করেনি এ বিষয়ে। মানববন্ধনের বিষয়ে কিছু জানেন না বলেও জানান ওসি।