চট্টগ্রামে পুলিশের বাইরে কোনো বাহিনী, গ্রুপ বা সন্ত্রাসী শক্তিকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, শহরে সাজ্জাদ বাহিনী, লাল্টু বাহিনী, পল্টু বাহিনীসহ নানা নামে বাহিনী সক্রিয় হওয়ার খবর আছে। “আমার মহানগরীতে পুলিশ ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না। এসব বাহিনীকে নির্মূল করতে হবে- প্রয়োজনে কঠোরতম পথও বেছেনিতে দ্বিধা করব না।”

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সাঁড়াশি অভিযান আগেই শুরু হয়েছে এবং তা চলমান থাকবে। ঢাকাসহ চট্টগ্রাম ও খুলনায় বিভিন্ন ধরনের ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে। তার দাবি- দেশের ভেতর ও বাইরে মিলে কিছু স্বার্থান্ধগোষ্ঠী সহিংসতার মাধ্যমে নির্বাচন ব্যাহত করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এবং এ প্রচেষ্টা নস্যাৎ করতেই পুলিশ দৃঢ় পদক্ষেপ নেবে।

কমিশনার বলেন, রাষ্ট্র তিনটি স্তম্ভের ওপর দাঁড়ায়- নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ। পরে গণমাধ্যমও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে যুক্ত হয়েছে। গত ১৭ বছরে এসব প্রতিষ্ঠান রাজনৈতিক অ্যালাইনমেন্টে ঢুকে পড়ায় রাষ্ট্রে ফ্যাসিবাদী প্রবণতা সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জানানো হয়- ৮০ শতাংশ আগেই উদ্ধার হয়েছে, আর ২০ শতাংশ পাহাড়ি বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেতে পারে বলে তথ্য রয়েছে। নির্বাচন ঘিরে বাকি অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে।

সভায় দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক বলেন, জনগণের মনে যে ‘পুলিশ ভীতি’ আছে, সেটি দূর করতে হবে। নাগরিকরা যদি তথ্য দিয়ে সহায়তা করেন, পুলিশ সহজেই অপরাধ দমনে উদ্যোগ নিতে পারবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ। চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান মো. শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, ক্লাবের কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও রফিকুল ইসলাম সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল হাসনাত, কার্যকরী সদস্য আরিচ আহমেদ শাহ, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহসহ অন্যরা। এসময় চট্টগ্রামের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।