চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন রোববার (২৬ অক্টোবর) সকালে টাইগারপাসে অস্থায়ী নগর ভবনের সিটি মেয়রের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মেয়র ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন প্রকাশ করে গাজা উপত্যকায় চলমান ইসরাইল হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘদিন ধরে নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। এই সময়ে তাদের পাশে দাঁড়ানো বিশ্বনেতাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, “মানবতা ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া জাতি হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ঐতিহাসিকভাবে একাত্ম।”
মেয়র রাষ্ট্রদূতকে চট্টগ্রাম নগরবাসীর পক্ষ থেকে সংহতির প্রতীকী স্মারক উপহার দেন। জবাবে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনি জনগণের সংগ্রামে বাংলাদেশের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে চসিকের বিভিন্ন কর্মকর্তাও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ।