গত ১৫ মার্চ চট্টগ্রামের সাতকানিয়া থানা প্রশাসনের কর্মকর্তাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাতকানিয়া (সাংগু) সাংগঠনিক থানা শাখার উদ্যেগে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল কেরানীহাটস্থ আল-আকসা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
থানা আমীর মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো: সুদীপ্ত রেজা। থানা সেক্রেটারি এডভোকেট মো: ইলিয়াছের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর অধ্যাপক জয়নাল আবেদীন, থানা কর্মপরিষদ সদস্য আবছারুল মোমেন, কাজী এয়ার মোহাম্মদ, বাজালিয়া ইউনিয়ন সভাপতি মাশুকুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ইসমাইল মোহাম্মদ রাশেদ, খাগরিয়া ইউনিয়ন সভাপতি আবুল খায়ের, কালিয়াইশ ইউনিয়ন আমীর সাংবাদিক আবুল বশর ছিদ্দিকী, সেক্রেটারি আবুল বশর জিহাদী, কেউচিয়া ইউনিয়ন আমীর মাষ্টার নুরুল হোসেন, সেক্রেটারি জাহেদুল ইসলাম, কেরানীহাট শাখা সেক্রেটারি মওলানা আব্দুল মালেক, দোহাজারী পৌরসভার আমীর জমির আদনান, সেক্রেটারি অধ্যাপক মোজাম্মেল হক, ধোপাছড়ি ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন সুমন, সহসভাপতি রিপন উদ্দিন প্রমুখ ও থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।