নরসিংদী সংবাদদাতা: নরসিংদীর পলাশে কলাবাগান থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গলাকাটাসহ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর গ্রামের একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গলাকাটাসহ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারনা করা হচ্ছে শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে চলে গেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে গলাকাটা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থান থেকে হত্যার পর এখানে ফেলে রেখে চলে গেছে। পরিচয় সনাক্তে মরদেহটির ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।