নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের লালপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান, যুব বিভাগের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, জামায়াত নেতা মহসিন আলম ও আবু সাঈদ, ছাত্রশিবির লালপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তারা বলেন, নৈতিক অবক্ষয় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্ম, যুব সমাজকে কুরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুসরণ করতে হবে। ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা রাসূল (সাঃ) আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সত্য, ন্যায় ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে হবে।

প্রধান বক্তা মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “যুবকরাই জাতির প্রাণশক্তি। আল্লাহভীরু, আদর্শবান ও দেশপ্রেমিক তরুণ সমাজই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রণী ভূমিকা পালন করতে পারে।” তিনি আরো বলেন, “আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের মাধ্যমে ইসলাম ও ন্যায়ের শক্তিকে সুসংহত করতে হবে।”

সমাবেশে বক্তারা ইসলামী আন্দোলনের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সমাজে নৈতিকতার পতাকা উড্ডীন রাখার আহ্বান জানান।