সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলা উপজেলায় রেলওয়ে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় (৬০) ঊর্ধ্ব এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে তিনটার দিকে সোনাতলা পৌর এলাকার উপজেলা মডেল মসজিদের পশ্চিম পাশে রেললাইনের ধারে অবস্থিত রেলওয়ে জলাশয়ে ৬০ ঊর্ধ্ব এক বৃদ্ধার অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জলাশয়ের ভেতরে অস্বাভাবিকভাবে মাছি উড়তে দেখে এবং কাক বারবার সেখানে বসতে দেখে সন্দেহ হয় স্থানীয় এক কৃষকের। পরে তিনি কাছে গিয়ে জলাশয়ের ভেতরে কোমরে দড়ি বাঁধা অবস্থায় অর্ধগলিত এক বৃদ্ধার লাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
এবিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটি বেশ কয়েকদিন আগের হওয়ায় পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ থানায় অবস্থান করছে। পুলিশ পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।