বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তদের হামলায় শফিকুল ইসলাম (৪৫) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম জোয়াড়ী ইউনিয়নের চার নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। এ ঘটনায় জড়িত রাব্বীসহ অন্যদের গ্রেফতারের দাবিতে ঘটনার পরপরই জোয়াড়ী বাজারে এবং শনিবার বিকালে আহম্মেদপুর বাজারে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শফিকুল ইসলাম জোয়াড়ী বাজারে বসেছিলেন। এ সময় আকস্মিকভাবে সম্প্রতি ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগ দেয়া একই এলাকার রাব্বীর নেতৃত্বে ৮-১০ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বলেন, রাব্বী বিগত সরকারের আমলে প্রকাশ্যে ছাত্রলীগ করতো। আওয়ামীলীগ নেতাদেও সাথে তার ছবি সম্বলিত বিভিন্ন পোষ্টার ও বিলবোর্ড এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে। কিন্তু সরকার পরিবর্তনের পর কার মাধ্যমে সে বিএনপিতে যোগ দিলো আমরা তা জানি না। সে এখন বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।