স্টাফ রিপোর্টার, গাজীপুর:

গাজীপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের নবনির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি সভা ২৯ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪টায় গাজীপুর শহরের ওয়ারলেস গেট এলাকায় ব্যাংকের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট সমবায়ী মো. সানাউল্লাহ সভায় সভাপতিত্ব করেন। শিক্ষক-কর্মচারী বহুমুখী সমবায় সমিতির সভাপতি এবং ব্যাংকের নবনির্বাচিত পরিচালক, প্রিন্সিপাল হুমায়ুন কবির সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা, আরিফা সুলতানা শিপা।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান, আব্দুল্লাহ আল বাছির। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ পুলিশের সাবেক এএসপি ও পশ্চিম জয়দেবপুর সমবায় সমিতির উপদেষ্টা, মো. আবু সাঈদ খান; নবনির্বাচিত পরিচালক, মহিউদ্দিন মনির পালোয়ান; মাছিমপুর সমবায় সমিতি লি.-এর পরিচালক, মো. মোস্তফা; দারোগার চালা মাল্টিপারপাস কো-অপারেটিভ সমিতির পরিচালক, মো. আজিজুল হক; কৃষক শ্রমিক সমবায় সমিতি লি.-এর পরিচালক, মো. ইকবাল হোসেন এবং ব্রাদার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সমিতির ব্যবস্থাপনা পরিচালক, আহসান হাবীব ইমরোজ।

অনুষ্ঠানে বক্তারা গাজীপুরের সমবায় আন্দোলনের অগ্রগতি, আর্থিক স্বচ্ছতা ও সাধারণ সদস্যদের কল্যাণে নতুন কমিটির ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা একটি জবাবদিহিমূলক, কার্যকর ও অংশীদারিত্বভিত্তিক ব্যবস্থাপনার প্রত্যয় ব্যক্ত করেন।