হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যপ্রাচ্য দুবাইয়ের সাবেক আমীর ও ইউএই কালচারাল সেন্টারের চেয়ারম্যান চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাট মন্দাকিনী নিবাসী মাওলানা আব্দুর রহমান (৭০) গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না আলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ সময় প্রবাসে থাকাকালীন সামাজিক-সাংস্কৃতিক ও ইসলামী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। দেশে এসে দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তিকাল করেন।

প্রথম জানাযা : বৃহস্পতিবার বাদ আছর চট্টগ্রাম নগর চান্দগাঁও আবাসিক কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি নিজস্ব বাসায় বসবস করতেন।

প্রথম জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলামা শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম, কুয়েত শাখা জামায়াতের আমীর হাফেজ নুরুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা সেক্রেটারী আব্দুল জব্বারসহ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

প্রথম জানাযা শেষে মরহুমের লাশ নিজ বাড়ি হাটহাজারী নাজিরহাট মন্দাকিনীতে নিয়ে আসা হয়। সেখানে বাদ এশা মন্দাকিনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরে তাঁকে দাফন করা হয়।

জামায়াতসহ বিভিন্ন সংগঠনের শোক : এদিকে জামায়াতের দুবাই শাখার সাবেক আমীর ও ইউএই কালচারাল সেন্টারের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দিন সিকদার সেক্রেটারী আব্দুল জব্বার, হাটহাজারী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারী অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবুল বাশার ও সেক্রেটারী ন ম জিয়া চৌধুরী, হাটহাজারী ওলামা ও মসজিদ মিশনের সভাপতি মাওলানা মুছা আনছারী, আদর্শ শিক্ষক ফেডারেশনের চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি মোঃ নরনবী, ফরহাদবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক খোরশেদ আলম এনাম, তানজিমুল মিল্লাত ট্রাষ্টের চেয়ারম্যান জহুরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম মহানহগর ওলামা ও মসজিদ মিশনের নেতা মাওলানা আলমগীর হোসেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।