আমতলী (বরগুনা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদেও নিয়ে সোমবার সকাল ১১ টায় আমতলী পৌরসভা মিলানায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

বরগুনা জেলা প্রশাসক ও বরগুনা-১ ও ২ সংসদীয় আসনের রিটানির্ং অফিসার মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা, মো. আতিকুল ইসলাম, আমতলী তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, ইসলামী আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি মো. ওমর ফারুক জিহাদী, জামাতে ইলামের উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদেও সভাপতি মো. জাকির হোসেন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. হায়তাতুজ্জামান মিরাজ আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সিনিয়র সদস্য ও আমতলী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মনির হোসেন প্রমুখ।