মনিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোরের মনিরামপুরে চাঁদা না দেওয়ায় একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে মিন্টু হোসেন (৪০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর আহত আরও চারজন চিকিৎসা নিচ্ছেন, এর মধ্যে মিন্টুর ভাই সেন্টুর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মনিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে। নিহত মিন্টু হাকোবা গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
জানা যায়, হাকোবা এলাকার সাব্বির হোসেন বৃহস্পতিবার তার ভাই সেন্টুর চায়ের দোকানে গিয়ে ৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দেয়ায় উত্তেজনা তৈরি হয়। কিছুক্ষণ পর সাব্বির তার সহযোগীদের নিয়ে দোকানে ফিরে এসে মিন্টু, সেন্টু ও পিকুলসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর আহত মিন্টুকে প্রথমে যশোর এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়। শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যান।