গাজীপুরে নতুন গঠিত গাজীপুর-৬ আসন বাতিলের রায়ের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) গত ১১ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি সম্পন্ন করে এটর্নি জেনারেল দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। গত ১২ নভেম্বর সকালে চেম্বার জজ আদালতে আপিল দায়েরের কথা জানিয়েছেন সূত্রগুলো।

একই সঙ্গে নবগঠিত গাজীপুর-৬ আসনের সম্ভাব্য প্রার্থীরাও পৃথকভাবে পক্ষভুক্ত হতে আবেদন প্রস্তুত করেছেন। জামায়াত নেতা ড. হাফিজুর রহমান, বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সালাহউদ্দিন সরকার, প্রভাষক বসির উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার আইনজীবী নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, গাজীপুর-৬ আসন ছিল গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। আমরা আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের প্রত্যাশা করছি। নির্বাচন কমিশন এবং জনগণ উভয়ের স্বার্থেই গাজীপুর-৬ আসন পুনর্বহাল হওয়া সময়ের দাবি।

গাজীপুর মহানগর দুর্ধর্ষ চার ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদ্য উদ্বোধিত হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুর্ধর্ষ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ নভেম্বর রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় সদর থানাধীন হাতিয়াব সাকিনস্থ ময়লারটেকের পূর্ব পাশের বনের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রো পুলিশের ডিসি (অপরাধ-উত্তর) রবিউল হাসান জানান, হাতিয়াব পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ কাউছার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকার বনের ভেতর কাঁচা রাস্তার পাশে কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।