চট্টগ্রামের ফটিকছড়িতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে দুই বেকারীকে ১ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সম্প্রতি নাজিরহাট পৌরসভাধীন ঝংকার মোড়ের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে মাবিয়া বেকারি এন্ড সুইটসকে এক লক্ষ টাকা এবং নুর বেকারীকে পঁচাত্তর হাজার টাকাঅর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম।