জামালপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর পৌর শহরে অবস্থিত ইসলামিক ফাউ-েশন আয়োজিত জাতীয় শিশু -কিশোর প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার সর্বাধিক পুরস্কার প্রাপ্ত এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কার বিজয়ী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স ৬ ডিসেম্বর শনিবার বাদ মাগরিব মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কনফারেন্সে ইসলামপুর জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিশিষ্ট লেখক, গবেষক ও কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্রাহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ জোবায়দুল ইসলাম। প্রধান আলোচক আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় অব সাইন্স এন্ড টেকনোলজি বাংলাদেশের প্রভাষক ড. মোহাম্মদ রেজাউল করীম আল মাদানী, বিশেষ আলোচক ড.মোহাম্মদ সফিকুল ইসলাম।