গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরকারের ব্যর্থতা, প্রশাসনের অবহেলা এবং শক্তিশালী গোষ্ঠীর ইন্ধন থাকার আশঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার সকাল ১১টায় গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব, দলীয় মুখপাত্র ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও সরকার তাদের যথাযথ দায়িত্ব পালন না করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হতে হয়েছে সাংবাদিক তুহিনকে।
তিনি জানান, শুধু ভিডিও ধারণের কারণে এই হত্যাকাণ্ড ঘটেনি, এর পেছনে আরও বড় কোনো ঘটনা লুকিয়ে আছে। “আমরা জানতে পেরেছি, হত্যাকাণ্ড ঘটানোর জন্য সরাসরি নির্দেশ দেওয়া হয়েছিল। গ্রেফতার হওয়া কেউ গাজীপুরের বাসিন্দা নয়, তাহলে এই খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতারা কারা ছিল? তাদের নাম প্রকাশ করতে হবে,” বলেন তিনি।
মাওলানা আতাউর রহমান আরও বলেন, “গাজীপুরে কারা এই সন্ত্রাসীদের লালন-পালন করছে, যারা হত্যা, চাঁদাবাজি, ছিনতাই চালিয়ে যাচ্ছে—তাদের চিহ্নিত করতে হবে।” দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী জাতীয় নির্বাচনে সমান প্রতিযোগিতার ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) বজায় থাকবে কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।
তিনি অভিযোগ করেন, গাজীপুরে প্রতিনিয়ত খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটছে, দেশের বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসীরা এখানে আশ্রয় নিচ্ছে, অথচ তাদের বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশাল জনগোষ্ঠীর এই শহরে পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল উল্লেখ করে তিনি অবিলম্বে পুলিশ সংখ্যা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জোর দাবি জানান।
প্রেস ব্রিফিংয়ে বক্তারা সাংবাদিক হত্যা মামলার দ্রুত তদন্ত, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তারা সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া সংবাদ সম্মেলনের তিনি সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কেউ নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়াইনি বলে দুঃখ প্রকাশ করে। এছাড়া নিহত সাংবাদিক তুহিনের পরিবারের দায়িত্ব সরকারকে নেয়ার আহ্বান জানান
ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের সভাপতি আলহাজ্ব মাওলানা ফয়জ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা এম এ হানিফ সরকার, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, মুফতি হোসাইন আহমদ, এইচ এম সাইদুর রহমান, এস এম ওয়াহিদুল ইসলাম, আবু জাফর হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় মিডিয়া সমন্বয় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের প্রচার ও দাওয়াহ সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধান করেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।