দাউদকান্দি কুমিল্লা সংবাদদাতা: তীব্র শীতের প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) এলাকায় এক ব্যতিক্রমী মানবিক ও কল্যাণমূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার বিভিন্ন পয়েন্ট ও শিক্ষা প্রতিষ্ঠানে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর নূরানী মাদরাসার হেফজ ও নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে কম্বল, টি-শার্ট এবং উপজেলার বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীর নামাঙ্কিত প্রায় ৩,০০০ (তিন হাজার) গলার মাফলার তুলে দেওয়া হয়। কনকনে শীতে নতুন মাফলার ও কম্বল পেয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক দেখা যায়। শিক্ষার্থীদের পাশাপাশি খেটেখাওয়া সাধারণ মানুষের মাঝে দাউদকান্দি পৌরসভার দোনারচর ও তুজারভাঙ্গা গ্রামেও এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে শীতার্ত মানুষের মাঝে উন্নতমানের কম্বল ও গায়ের শাল বিতরণ করা হয়। এছাড়াও মনিরুজ্জামান বাহলুল ভাইয়ের পক্ষ থেকে পৌরসভার গণ্যমান্য ৩০ জন ব্যাক্তিবর্গকে শীতের উপহার প্রদান করা হয়েছে। পুরো কার্যক্রমে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যাদের উপস্থিতি পুরো আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তোলে। পুরো মানবিক কার্যক্রমটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন কুমিল্লা-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়ার মিজান আরিফ, আব্দুল্লাহ, রেজাউল হক, তৌফিক রুবেল, জুয়েল মিয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় জামায়াতে ইসলামী সর্বদা বদ্ধপরিকর। বিশেষ করে এই তীব্র শীতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিক্ষার্থীরা যাতে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
তীব্র শীতের প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)
Printed Edition