সিরাজগঞ্জ সংবাদদাতা : আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী’র আয়োজনে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা ‘ শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো:তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় ও সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী।

উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক রিপোর্ট উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘গুজব’ বিষয়ে সচেতন থাকার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়।