ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্য নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে “মিশন জিরো মশা” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার টিএন্ডটি বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও তরুণদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসাইন আল মামুন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক, মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সুদীপ বসাক।
এছাড়া স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ মুশতাক আহমেদ এবং বিএনপির ৪৭ নং ওয়ার্ড সভাপতি নুরী মোস্তফা খান। স্বাগত বক্তব্য প্রদান করেন “মিশন জিরো মশা” কার্যক্রমের আয়োজক টিম লিডার মোঃ মিনহাজ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এটি একটি সময়োপযোগী ও চমৎকার উদ্যোগ। এ ধরনের ভালো কাজ গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
কার্যক্রম সফল করতে উদ্যমী ভূমিকা রাখেন এলাকার তরুণ সংগঠকরা—মোঃ মাসুদ মিয়া, মোঃ মাহাবুব হাসান, মোহাম্মদ শাওন, মোহাম্মদ মারুফ, মোঃ তৌহিদ আহমেদ, মোঃ সিফাত, মোহাম্মদ সিয়াম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবির হোসেন, মোঃ রোহান, মোঃ দ্বীন মোহাম্মদ, মোঃ সাখাওয়াত, মোঃ সোহান, মোঃ রানা, মোঃ রবিউল আউয়াল সামি, মোঃ গোলাম রাব্বি ও মোঃ সজল।
আয়োজকরা জানান, “মিশন জিরো মশা” শুধু একটি কার্যক্রম নয়, বরং এটি এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় একটি সামাজিক আন্দোলন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।