আমতলী (বরগুনা) সংবাদদাতা : ‘প্লাস্টিক নয় প্রকৃতি বাচাও, সচেতন হই প্লাস্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগান নিয়ে পরিবেশ রক্ষার দাবিতে রবিবার বিকেল সাড়ে চারটায় আমতলীর পায়রা নদীর তীরে শতাধিক তরুন এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এনএসএস এ্যাকশন এইড এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ কর্মী মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক আবু জিয়াদ, উন্নয়ন কর্মী তাজমেরী লিখন, উন্নয়ন কর্মী মো. মনোয়ার হোসেন, মো. জয় ও মিতু রানী প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
আমতলীতে পরিবেশ রক্ষায় মানবন্ধন
‘প্লাস্টিক নয় প্রকৃতি বাচাও, সচেতন হই প্লাস্টিক দূষণ রোধ করি’ এই শ্লোগান নিয়ে পরিবেশ রক্ষার দাবিতে রবিবার বিকেল সাড়ে চারটায়