ঝিনাইদহ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ঝিনাইদহ পৌর প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি এম এ কবীর, আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন মুন্না, কৃষি বিষয়ক সম্পাদক বাপ্পী হুসাইন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক হোসেনসহ আরও অনেকে।

স্মারকলিপিতে বলা হয়, সরকারি জমি, খাল, পুকুর ও জলাশয় অবৈধভাবে দখল ও ভরাট, অপরিকল্পিত ভবন নির্মাণ, দুর্নীতি, ঘুষ, লুটপাট, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক ব্যর্থতার ফলে ঝিনাইদহ শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সমন্বয় কমিটির পক্ষ থেকে অবিলম্বে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, সুষ্ঠু পানি নিষ্কাশন ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা, পৌর আইন অনুযায়ী ভবন নির্মাণ তদারকির দাবি জানানো হয়। পাশাপাশি যথাযথ সংখ্যক সড়কবাতি স্থাপন এবং ভবন বা সরকারি-বেসরকারি দপ্তরের ছাদের পানি রাস্তায় ফেলার প্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি গ্রহণ করে পৌর প্রশাসক আশ্বাস দেন, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের জন্য সমন্বয় কমিটিকে ধন্যবাদ জানান।