শতবর্ষী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন আগামী ১ নবেম্বর অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে পুরো পর্ষদ পদত্যাগ করায় গত ১১ মাস ধরে প্রশাসকের অধীনে পরিচালিত হচ্ছিল সংগঠনটির কার্যক্রম।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নির্বাচন বোর্ডের প্রধান ও চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম ২০২৫-২০২৭ মেয়াদে চেম্বারের পরিচালকমণ্ডলী নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

চট্টগ্রাম চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, ১৪ থেকে ২০ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ২১ সেপ্টেম্বর জমাদানের শেষদিন, ২৫ সেপ্টেম্বর প্রাথমিক এবং ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন বোর্ডের অন্য সদস্যরা হলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (সাধারণ শাখা) আহমেদ হাছান।