ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাবৃন্দের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
গাজীপুর মহানগরের কাজী আজীমউদ্দিন কলেজে ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত চলমান এই কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে।
শনিবার বিকালে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও জি সি সি প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রধান চালিকাশক্তি হলো দক্ষ, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভোটগ্রহণকারী কর্মকর্তা। ভোটকেন্দ্রে আইনানুগ পদ্ধতি, ভোটারের অধিকার সংরক্ষণ এবং নির্বাচন কমিশনের নির্দেশনা শতভাগ প্রতিপালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মশালায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অপপ্রচার মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার ওপরই একটি সুষ্ঠু নির্বাচনের সাফল্য নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার ধাপ, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তারা আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এ সময় গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।