মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে পরিবর্তন করে সাইদ সোহরাবকে মনোনয়ন দেয়ার দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছে নেতাকর্মীরা। রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জহুর বাড়ি মোড় থেকে শতশত মোটরসাইকেল নিয়ে তারা শোডাউন শুরু করে। সেখান থেকে তারা মহাসড়ক হয়ে উপজেলার জামুর্কী হয়ে গোড়াই শিল্পাঞ্চল হয়ে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড পৌছে। এ সময় নেতাকর্মীরা দলের ঘোষিত প্রার্থী পরিবর্তন দাবি করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাবকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
গ্রাম-গঞ্জ-শহর
মির্জাপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীকে পরিবর্তন করে সাইদ সোহরাবকে মনোনয়ন দেয়ার দাবিতে