পঞ্চগড়ের বোদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৌকির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে হারুন অর রশিদ, নির্বাহী পরিচালক, পল্লী সাহিত্য সংস্থা ও ময়দানদিঘী ইউনিয়ন ফেডারেশনের সভাপতিও বক্তব্য দেন।
অনুষ্ঠানে নিবন্ধিত সংগঠন, ফেডারেশন, ভাতাভোগী সদস্য এবং সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সরকার ৪৫ প্রকার সেবামূলক ভাতা প্রদান করে আসছেন।