বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: শিল্পের মতো দেশের লবণ শিল্প ধ্বংসের চক্রান্ত মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাঁশখালী আসনে দশ দলীয় জোট মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। রবিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলা চত্বরে উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে লবণের ন্যায্যমূল্যের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, ‘দেশের ৪০ হাজার মানুষ লবণ শিল্পের সাথে জড়িত। কিন্তু সিন্ডিকেট করে বারবার প্রান্তিক লবণচাষীদের পেটে লাথি মারা হয়। লবণ শ্রমিকরা তাদের ন্যায্য মূল্য পায় না। দেশীয় উৎপাদনে ২৪ লক্ষ মেট্রিক টন লবণের চাহিদা মেটানো গেলেও বারবার অসৎ উদ্দেশ্যে লবণ আমদানির পায়তারা করা হয়। চামড়া শিল্পের মতো লবণ শিল্প ধ্বংসের এই পায়তারা আমরা কেউ মেনে নেবো না। দেশের লবণের চাহিদার ১৫ শতাংশ বাঁশখালীতে এবং ৮৫ শতাংশ কক্সবাজারে উৎপাদিত হয়। তাই আমরা সরকারের প্রতি লবণের ন্যায্যমূল্য নিশ্চিত এবং লবণ আমদানির ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানাই। লবণ শিল্পের সাথে জড়িতদের অবহেলা করে সরকার জনগণের হাত থেকে রেহাই পাবে না।’
বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি বজল আহমদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জোবাইর আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হেলাল উদ্দীন, মোস্তফা আলী, ফরিদ আহমদ, মো. হোছাইন প্রমুখ।
পরে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিল্প উপদেষ্টা বরাবর দশ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।