সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : কলেজের জায়গা নিজেদের দাবী করে অতর্কিত হামলা চালিয়ে কলেজের ঘর-দরজা,আসবাবপত্র,ল্যাপটপ,কম্পিউটার ভাংচুরসহ লুটপাট করেছে প্রতিপক্ষরা।আজ শনিবার ভোর ৬ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার দাদপুর জি.আর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে ১৫ জনকে আসামী করে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার ভোরে এলাকার চিহ্নিত কামাল হোসেন গংয়েরা পূর্ব শক্রতার জের ধরে মহাসড়ক সংলঘœ কলেজের ৮ শতক জমি নিজেদের দাবী করে।বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে কলেজের সীমানা পিলার,৩টি টিনশেট ঘর,চেয়ার-টেবিল,আসবাবপত্র, ল্যাপটপ ভাংচুর ও ৪টি কম্পিউটার সেট চুরিসহ প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি সাধন করে।এ সময় কলেজে পাহাররারত নাইটগার্ড তাদের এ তান্ডব,দৃশ্য দেখে ভয়ে পালিয়ে গিয়ে কলেজের অধ্যক্ষকে বিষয়টি ফোনে জানায়।তাৎক্ষনিক খবর পেয়ে কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন,সকল শিক্ষক কর্মচারীরা এসে ভাংচুর করা ঘর-দরজা,চেয়ার- টেবিল,আসবাবপত্র পড়ে থাকাসহ সিমানা পিলার ও কক্ষগুলো দেখতে পায়।হামলাকারী ও লুটপাটের মুল হোতা, চিহ্নিত কামাল হোসেন দাদপুর গ্রামের মৃত মজিবর রহমানে ছেলে ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ বলেও জানা গেছে।